poem-boisakh-eso-eso বৈশাখ, এসো এসো সাদিয়া নাজিব এসো পাগলা দামাল রূপে এসো তুমুল রুদ্র টগবগে যুবক, উদ্ভ্রান্ত উল্লাসে। এসো উদ্যাম এসো, এসো আমার আঙিনায়। এসো ক্ষ্যাপা বাউল একতারা, দোতারার মূর্ছনায় কলকল ছলছল ঢেউয়ে ঢেউয়ে এসো জোয়ার ভাটায়। জলছাপ শাড়ির বুনটে কাঁখের কলসে মঙ্গল প্রদীপে উজ্জ্বল সলতেয়, এসো। নাগরদোলায় চেপে বোরোধানের ডগার দুষ্টু মাজরা কে উড়িয়ে এক ফুৎকারে এসো। দৈ খৈ আর পান্তা নুনে তুলসী তলায় আর জায়নামাজে মহা প্রলয়ের নটরাজ বেশে প্রচন্ড প্রকম্পনে, এলোকেশে রুদ্রবেশে করে পাপ তছনছ এসো আমার আঙিনায় এসো। এসো হে বৈশাখ এসো এসো। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন