poem-boisakh-eso-eso

বৈশাখ, এসো এসো
সাদিয়া নাজিব

এসো পাগলা দামাল রূপে
এসো তুমুল রুদ্র
টগবগে যুবক, উদ্ভ্রান্ত উল্লাসে।
এসো উদ্যাম
এসো, এসো আমার আঙিনায়।
এসো ক্ষ্যাপা বাউল
একতারা, দোতারার মূর্ছনায়
কলকল ছলছল ঢেউয়ে ঢেউয়ে
এসো জোয়ার ভাটায়।
জলছাপ শাড়ির বুনটে
কাঁখের কলসে
মঙ্গল প্রদীপে
উজ্জ্বল সলতেয়, এসো।
নাগরদোলায় চেপে
বোরোধানের ডগার দুষ্টু মাজরা কে উড়িয়ে
এক ফুৎকারে
এসো।
দৈ খৈ আর পান্তা নুনে
তুলসী তলায় আর জায়নামাজে
মহা প্রলয়ের নটরাজ বেশে
প্রচন্ড প্রকম্পনে, এলোকেশে রুদ্রবেশে
করে পাপ তছনছ
এসো আমার আঙিনায়
এসো।
এসো হে বৈশাখ
এসো এসো।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *