poem-borong

বরং
মন্দাক্রান্তা সেন

উঠে আসছি বহু যন্ত্রণা ভেদ করে
মনুষ্যজন্মের ভেতর।

ভুলেও আমাকে দয়া দেখিও না।
শিখিও না সহমর্মিতা সমবেদনা, এসবের
ছেঁড়াখোঁড়া অভিধান।

বরং আমাকে দাও
প্রতিহিংসার কঠিন অসুখ। তাও ভালো।
সারা গা’য়ে চাকা চাকা কালশিটের দাগ।

আমাকে কোল থেকে আছড়ে ফ্যালো, মা,
প্রসবযন্ত্রণার শোধ নিতে।



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *