poem-brinta বৃন্তরাসেল শাহরিয়ার একটি ফুলের বৃন্ত আঁকতে আঁকতে চলে গেল দিনরাত। পাপড়িগুলো, রঙিন রঙিন পাপড়ি, স্বপ্নাচ্ছন্ন বাতাসের ফুল; কখন আঁকবে তুমি? প্রজাপতি এসে চলে গেল – কোনো এক বসন্ত বিকেল। মেঘ এল, ঝড়ো হাওয়াও এল – রাতের বাতাসে। পাপড়িগুলো একবার এঁকেছিলে নাকি তুমি! অযতনে সব ঝরে গেছে; রয়ে গেছে একক বিষন্ন বৃন্ত। হতাশ প্রজাপতি চলে গেছে – কোনো এক রঙিন দেশে। যদি একবার অথবা পুনরায় এঁকে নিতে পারো – রঙিন রঙিন বিচিত্র ফুলের পাপড়ি; স্বপ্নাচ্ছন্ন বাতাসের ফুল। সৌরভ ছড়াতেও পারে; গাছের যেমতি ফি-বছর নতুন বাহার। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন