হাসনাইন হীরা
‘মহাজগৎ’ বানান করে লিখতে বলেছি
তুমি লিখে ফেলেছ তোমার নাম,
তোমাকে লিখতে বলেছি
ঘাসের ঘ্রাণ, ধানপাতার মন
তুমি একপৃষ্ঠা ছেঁড়া ছেঁড়া কথা লিখে বসে আছ।
এত সংশোধন, এত অপেক্ষা কোথায় আমার?
আমি তো শনিবারের তাড়া খাওয়া মানুষ
আমাকে খুঁজছে একটা কুমির
আমাকে খুঁজছে একটা পাগলা দুপুর,
আর একটা সামাজিক বোয়াল
আমার নামে অভিযোগ করে এসেছে থানায়
বকুলগাছ আমাকে আর পাত্তাই দিচ্ছে না…
দগদগ করছে সময়, জ্বলছে ক্ষতের আগুন
তুমি তাতে নুনপানি যোগ করে ক্ষেপিয়ে তুলো না।
আগুন তো সৃষ্টি ও বিনাশের ভাজক
তুমি নিঃশেষ হতে পার,
আমিও ঝুলে পড়তে পারি
আলকোহলযুক্ত মহাশূণ্যের দিকে…
একটা বলপেন আমার মাথার ভেতর ঘুরছে
ব্রহ্মান্ডের সিলেবাস কোনো মতেই পড়তে পারছি না।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন