রাতটি নেমে এল, ছন্দ কোলে নিয়ে আলোর
কবিতারা শুতে গেল।
এবার ধীরে ধীরে গদ্য উঠে বসে মদ্যপানসহ
ভাত খেল।
বিরহ জাগে আর অক্ষরের গায়ে মাতাল
মশকরা মাখিয়ে দেয়,
ফলত সহনীয় এবং রমণীয় নতুন গল্পটি
লিখিয়ে নেয়
তোমাকে দিয়ে। তুমি বিরহিণীও বটে,
অশ্রুমতী কিছু, নদীর পাড়!
তোমার অগোচরে অচেনা চর জাগে, শব্দ
ভেঙে পড়ে শেষ কথার।
আবার একখানা নৌকো আসে বুঝি…