poem-dhaleshwari

ধলেশ্বরী
মৃণালকান্তি দাশ


পালে হাওয়া লেগে ভেসে গিয়েছিল তরী-
কতটুকু তুমি দেখেছ
ধলেশ্বরী?

পিছনে ফেলেছি যত ছিল মোহমায়া-
মুখ থেকে গাছ সরিয়ে নিয়েছে ছায়া।

তবু তার চোখে আঁকা ছিল ‘ভালবাসি’-
বুঝতে পারেনি উদাসীন
সন্ন্যাসী ।

পথের চিহ্ন পায়ে পায়ে গেছে ফিরে-
সন্ধ্যা নেমেছে মানুষের মন্দিরে ।

কে যেন তখন ভুলে গেছে আশাবরী-
একাকী সে-গান গেয়েছে ধলেশ্বরী।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *