poem-dhulobali ধুলোবালি অনিন্দিতা গুপ্ত রায়পাঁজরে সেই যে মেঘ ঢুকে বসেছিলতারপর থেকেই তো কুয়াশা জমে গেল সরগমে, গানের খাতাতেওঅন্য কোনও কড়ি বা কোমলআর বসে না স্পর্শেআসলে হয়তো ছোটবেলার হারমোনিয়ামটার কথা বলছিলামহাওয়া টেনে টেনে হাঁপিয়ে ওঠে আজকালঠিকঠাক সুরে লাগে না কোন স্বরইশুধু জ্যোৎস্নায় চরাচর ভেসে গেলেনিশাচর পাখিটার কান্নাঠিকঠাক অনুবাদ করতে পারে ওর সাদা কালো বেজে ওঠাগুলোঘুমের ভিতর হাঁটতে হাঁটতে এমন একটা পৃথিবীর দিকে কথাগুলো ভেসে যায়যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ায়পরিশ্রম হয় না একটুও আরফুটো হয়ে যাওয়া পর্দার ভিতর দিয়েহাওয়ার যাতায়াত অনায়াসনি:শব্দ সেই গান তুমি শুনতে পাবে, ঠিকঠাক কান পাতলেই কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২২ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২৩ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২৪ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
হাওয়া টেনে টেনে হাঁপিয়ে ওঠা এই সময়টাতে এমন গান শুনতেই তো কান পাতি………অসামান্য।
ভয়ঙ্কর চেনা।বেশ
ভয়ঙ্কর চেনা।