poem-ei-desh-ukrain-noy

*এই দেশ ইউক্রেন নয়*
বেবী সাউ

আমার এই একাকী জীবনে
আমার এই ধর্মবিধ্বস্ত রাষ্ট্রে
অসংখ্য বিনিদ্র রাতের কাছে
শান্তস্বরে বসে থাকা
সামান্য আদর
সামান্য কথার স্পর্শ
সামান্যতম বিচ্যুতির অবকাশ ভেঙে
যদি কেউ কেঁদে ওঠে হঠাৎ!
কেউ যদি বলে ফেলে মায়া এবং
মুগ্ধতার কথা
একাকী প্রান্তরে বসে থাকা বোধিবৃক্ষ সেই
সেই গান গেয়ে ওঠা পাখি
সবুজ শ্যামল শস্যক্ষেত
ধ্বংসের দিকে বেজে ওঠা ধ্বনি
প্রতিধ্বনি
সামান্য উচাটনের দরজা ভেঙে
এগিয়ে আসা একেকটি দৃশ্য
কথা
এবং
স্পর্শের লোভ
আমাদের ফুলডুংরির সুউচ্চ টিলায় দাঁড়িয়ে
মন্ত্রমুগ্ধ বেহালার সুরে
লিখে দিতে পারি
একেকটি লাল পলাশে মোড়া চাঁদোয়ার ইস্তেহার

আর তুমি, তুমি প্রিয়তম
দু’ফোঁটা সামান্য অশ্রুপাতের বিনিময়ে
জিতে নিতে চাও
দগ্ধ হৃদয়, তার ভার
এই বিপুল জনস্রোত
সভা, মাইক, মঞ্চ…

পোড়া পোড়া গন্ধ ভেসে আসে
ভেসে আসে টিয়া এবং কেকাধ্বনি
একচক্ষু কানা বেড়াল
খোঁড়া কুকুর
অথচ কারোও ডানা নেই
নখ নেই…
বিকলাঙ্গ, অবশ, বিধুর
একটা সমাজের কাছে
কী বা চাওয়ার থাকতে পারে!
কতটুকুই বা বুঝে নিতে পারি আমরা
ছল এবং ছলনার দেশে
মুখ এবং মুখোশের চিহ্ন?

এই গভীর জঙ্গল
এই নিরাসক্ত মাঠের প্রান্তে
এই গহন নির্জন জলস্রোতের দিকে
চেয়ে থাকতে থাকতে
বলে দিতে পারি–
হে! ঐশ্বর্যবান পুরুষ
হে! মোহনীয় সৌন্দর্যময়ী প্রকৃতি
আমাকে বারবার মৃত্যু দাও
জন্ম দাও
ক্ষুধা, লোভ, হিংসা
এবং আকাঙ্ক্ষা দাও
যাতে
সমস্ত উপাসনা ভুলে
সমস্ত রূপকথা ভুলে
পুরাণ, কাব্য,লোককথা ভুলে

এবং
ভুলের মাশুল
গুণতে গুণতে
হে অভিমানী! অন্তরাত্মা হে…
তোমার সমৃদ্ধশালী হাতের
রেখা গুণতে গুণতে
চেয়ে বসি এক রক্তাভ বিকেলের ছবি

এবং

মরে যাই…

একটা অন্ধ জীবনের প্রতি
মায়াবশত
করুণাবশত
অনুশোচনার গল্প
ততক্ষণে লেখা হয়ে গেছে
পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্যগুলিতে
ততক্ষণে গুরুত্বপূর্ণ জার্নালগুলি
জেনে গেছে
ইউথেনেশিয়া এবং সুইসাইডের
শব্দগত অর্থের বিন্যাস
আর ঠিক তখনই
এক মৃত আত্মাকে জাগ্রত করার বিপুল
বাসনা
এবং নিসর্গীয় আকাঙ্খায়
চিৎকার করে বলে উঠতে পারি
এই ন্যাশনাল হাইওয়ে
এই ক্ষুধার্ত হাতির দল
এই বননিবিড় শান্ত সুশীতল ঘাটশিলার মাটি
প্রেম দাও! প্রেম দাও! প্রেম দাও!

অসংখ্য অশ্রুকণা!
অসংখ্য ক্ষত বিক্ষত
যুদ্ধক্লান্ত গলাপচা লাশ
ধর্ষিত জরায়ু
বিস্মৃতিময় ধ্বনি এবং
বিষাক্ত বাতাস
বাম্পার,ক্ষুধা নিপীড়িত জনগণ
সবাই একপাশে সরে দাঁড়াও

এমন ক্লান্তিকর কায়িকশ্রমের কাছে
ফিরে আসার আগে
মরে যাওয়ার আগে
আমি আর একবারটি
শুধু একবার
এই প্রেম,
নিঃস্বার্থ অভিমানটির কাছে
মুগ্ধ হতে চাই…

ক্ষমা করো…

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *