এই সময়
নন্দিনী নাগ

।। ১।।
ইচ্ছেপূরণ হ্রদের জলে দেখেছি
দুঃখী পৃথিবীর মুখ
নিজের জন্য কিছু চাইতে পারিনি আর।
আমায় কি আর দেবে তথাগত
দুখীজনে শান্তি সুখ
দিও। একান্তই যদি কিছু থাকে দেবার।

লোধ্ররেণু সুগন্ধি রজন
এসবে আমার কি বা প্রয়োজন
নিষ্ঠুরকে ভুলিও প্রমত্ততা
দিও, আনন্দের চাবিখানি তোমার।

।। ২।।
ঢেউ নেমে গেলে
বালি ফুঁড়ে বেরিয়ে আসে
লাল কাঁকড়ার দল।
কীটদষ্ট মগজের আগল ঠেলে
লালপিঁপড়ের সারি
এসে বসে বুকের মাঝখানে
ঠোকরায় একলা মানুষের শব
রাত গভীর হলে।

সব ঠিকানায় মানুষ থাকে না
সব প্রশ্নের উত্তর চাইতে নেই
তবু লাল কাঁকড়ার দল
হানাদার ঘাতক বাহিনী
ধাক্কা দেয় দরজায় দরজায়
রাত গভীর হলে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা