নাসির আহমেদ
আগুন সমুদ্র পার হয়ে
সামনে এগোতে দেখি অথই সবুজ
মুগ্ধতায় স্তব্ধবাক স্বয়ং জীবনবাবু
রূপসী বাংলার দিকে দৃষ্টি অপলক!
সবুজের বুক চিরে যেতে যেতে সাগর, পাহাড়, নদী
অতঃপর উদিত সূর্যের ঢঙে টকটকে লাল
রক্তের ফোঁটায় যেন সবুজ আচ্ছন্ন হয়ে আছে!
লাল-সবুজের কাব্য এটুকু হলেই ছিল ভালো।
অথচ আশ্চর্য দেখো এমন সৌন্দর্যের মানচিত্র জুড়ে
শুকনো রক্তের মতো কালো কালো ছোপ
যেন কোনো শিল্পী তার নিমগ্ন তুলিতে কিছু জলের ছোঁয়ায়
শোকাচ্ছন্ন জলরং ছড়িয়ে দিয়েছে!
রয়েল বেঙ্গল টাইগার দেখে কতকাল মুগ্ধ হয়ে আছি
অথচ এখানে এই ছবিতে বাঘের রং কালো!
হিংস্রতায় জ্বলজ্বলে চোখ ওঁৎ পেতে আছে ভয়াবহ
জঙ্গলের চেয়ে ঘন দাড়ির আড়ালে দেখি ক্রুদ্ধ রক্তচোখ।