poem-eseche-sharat

এসেছে শরৎ
পায়েল সেনগুপ্ত


শরৎ বলতে কী মনে পড়ে তোমার, মন
আশ্বিনের রোদ্দুর নাকি সহজপাঠ
সাদা মেঘের ভেলা নাকি বেঁধেছি কাশের গুচ্ছ
তাই নিয়ে কেটে গেল ধানখেতের বেলা
এখন অকালবর্ষণে কেবল ফসল নষ্টের দিন
কী দিয়ে বরণ করব তবে মায়ের মুখ
অজস্র আলোয় যা এতদিন জ্বালিয়ে রেখেছে
বছরভর আমাদের প্রাণের প্রদীপ?

এসেছে শরৎ, রঙিন হয়েছে উঠোন
খুলে গেল মাটির দরজা, ধুনোর গন্ধ চারপাশে
হাতে হাত, শরীরে মনের ছাপ, অঞ্জলি উপাচার
নতুন ফসলের ভোগ, অপার স্বাধীনতা
আর সেইসব দিনের সব মায়া দর্পণ
গভীর যত্নে সাজিয়ে রেখেছে অপার স্নেহ

তারা চলে যায়, ফিরে আসে শরৎ
অবধ্য নিয়তির মতো, ভাল অথবা মন্দ
হৃৎপিণ্ডে এঁকে দেয় অজস্র রক্তছাপ
মা এসে বলেন, সহ্য করো আরও

আনন্দ, সে তো দূরগামিনী এক দ্বীপ
কোন ঢেউ যায় তার কাছে, সে এক অনন্ত অপেক্ষা
শরৎ বলতে কী মনে পড়ে তোমার, মন?
রৌদ্রছায়ার শরতে আজকাল শুধু বিসর্জন মনে পড়ে।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *