চাণক্য বাড়ৈ
স্মৃতির সুতো ছেঁড়া ছিল, দৃষ্টিতেও আড়াল ছিলে
সেই সুতোটা লাগল জোড়া ফেসবুকে যেই রিকু দিলে
মন-জানালা বন্ধ ছিল, জং-ধরা সব ছিটকিনি
আলগা হবে, জানত কেবা ভবিষ্যতের সেই বাণী
এক নিমেষে খুলে গেল এক ক্লিকের ধাক্কা লেগে
সেই পুরোনো তোলপাড়েরা পড়ল ঢুকে সবেগে
নিষ্পলকে চেয়ে থাকি অ্যান্ড্রয়েডের আয়নাতে
উঠল ভেসে সেই চেনা মুখ ঝাপসা চোখের বায়নাতে।
সেই চেহারা চোখের তারা ঠোঁটের কোণে হাল্কা ভাঁজ
তেমনি আছে আকাশ দেখা, দাঁড়িয়ে থাকার কারুকাজ
ছবি আছে বৃষ্টি ভেজা, হলদে শাড়ির বসন্তে
রোদ পোহানো চিলেকোঠায়, তাকিয়ে থাকা অনন্তে
পরির মতো কন্যা আছে বয়স হবে তিন কি চার
স্বামীর পাশে দাঁড়িয়ে তোলা সেল্ফিগুলোর রং-বাহার
আর দেখি না ঈর্ষা জাগে, নষ্ট হবে পরকাল
সত্যিকারের বন্ধু ছিলে এখন হলে ভার্চুয়াল
তবুও ভালো, বেশ করেছ, এই রেখেছ মনে
জীবন থেকে হারিয়ে শেষে ফিরেছ সেলফোনে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন