poem-foopather-anath

ফুটপাতের অনাথ কোনো বেওয়ারিশ শিশুটির মতো
মাসুদ পথিক

ধন সম্পদ নেই প্রিয়,__আউশ আমনের কালও নিঃশেষ
কী দিবো? দেয়ার মতো নিঃশ্ব মানুষের কী আর থাকে?
নই আমি উর্বর কাদা মাটি এই ধুলোর রূপান্তরিত কাঁদা
নাও যদি দিতে পারি, পারি এমন বাউল মন অতীত গান

আর পাখিও নেই, নেই ফিঙে হালিক তিলঘুঘুদের দুপুর
তবুও বেঁচে থাকে অন্ধজন, যেভাবে চলে তার সারভাইভাল
মৃত মানুষের যাপিত জীবন হয় কেবলি হাইপোথিসিস,
মিউজিয়ামে কেঁদে যাওয়া বন্দি বিলুপ্তপাখির চেনা সুর

নিতে পারো তুমি বিধি বন্ধ নিয়েমে করপোরেটের ঘোর
আমার নেই বাজারি কিছু, সময় বিক্রির শপিংমলের
আমি নই সুদর্শন সেলসম্যান, বা দরজায় সাজানো মূর্তি,
তবে ধুলোর চেয়ে ধুলো আমি, ঘুরি পথচারীর পায়ে

পায়ে, আর ঘামাচি হয়ে যন্ত্রণা তোমার, আমাকে পেতে
হবে না দিতে না জিগোলোর মূল্যও, শুধু ভালোবাসার
অ-মূল্য দামে তোমার হয়ে যাবো,__মুখ গুঁজবো গহীনে,
আমি ফুটপাতের অনাথ এই বেওয়ারিশ শিশুটির মতো

ধানেরা মিছিল করছে
মাসুদ পথিক

ধান, এইভাবে মিছিল করছে কেনো?
রূপা আমন
টেপি বোরো
লাতা বোরো
জাগলি, পাইজাম, হাইট্টা, বালাম ধান আর
আউশেরা দলে দলে ছুটে আসছে সড়কে,
সচিবালয় প্রেস ক্লাব পেরিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়

দিচ্ছে স্লোগান,
‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’
‘হাইব্রিড ধান নিপাত যাক, নিপাত যাক’
‘ইউরিয়া সার নিপাত যাক, নিপাত যাক’

তাদের মারমুখী ভঙ্গি এবং ভাঙচুর থামাতে
ইরিধান রূপি পুলিশ আটকে দিলো পথ,
পামরি পোকারা দিলো গোপন ব্যারিকেট।

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *