সবুজ রে, তোর বক্ষে আমার বৃষ্টিপাতের ঝঞ্ঝায়
ভীষণ জোরে মুষলধারে ঝরতে আমার মন যায়
তোর ওপরে ঝাঁপিয়ে পড়ি কাঁপিয়ে তোকে, তুই কি
সামলে নিবি হামলা সে সব, নিতেই হবে বৈকি
আকাঙ্ক্ষাতে আক্রমণে করব পর্যুদস্ত
করব তোকে নষ্ট আমি করব তোকে নষ্ট
ইচ্ছে আমার দিচ্ছে কানে মন্ত্র সর্বনাশা
আগল ভেঙে পাগল হলো হিংস্র ভালোবাসা
হঠাৎ আমায় দংশেছে কোন বিষাক্ত বৃশ্চিকে
বিষ ঝাড়ানোর মন্ত্র জানিস? না জানলে নিস শিখে
যদিও তাতে লাভ হবে কি? চাস কি সে লাভ সত্যি
না হয় নিলিই আমার যত উন্মাদনার শোধটি
সবুজ, আমায় বৃষ্টি নামে ডাক দে, উঠি উথলে
কী জানি কী হবে হৃদয় কদম হয়ে ফুটলে…