poem-ghum

ঘুম
জগন্নাথদেব মন্ডল

অন্ধ মহিলার বাহু ছুঁয়ে চলেছি
দৃষ্টি নেই, ঝাপসা মনসার মতোন
পথই ওঁর ঘর-বন্ধু, আত্মীয়স্বজন

তোর পোষাক আমার গায়ে
জড়িয়ে আছে
পাখিরা যেভাবে একদিন আকাশ
দেখতে শেখে
সেভাবে তুই মনে মনে দেহ ছুঁয়ে
আছিস আমার

মায়া সত্যি পৃথিবীতে, ভালোবাসা
বুঝেছি হৃদয়ের কাছে এসে তোর
আমরা দুজনে মিলে পার
হচ্ছি ভোর

ঘুমের পাশে তোর সুগন্ধ
হৃদয়ে নিয়ে
অন্ধদের সকালের বাগানে
ঘুমোই এখন



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-ghum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *