অবকাশ হলে, ঝিমুনি আসে।
যে নদীতীর, আগলে রেখেছিল মহার্ঘ কুটির,
তাকে আজ ঘুম ছাড়া কিছুই দেওয়ার নেই।
অনেক ওপরে কারা আগুন জ্বালায়, কাঠ পোড়ায়,
আমার আর যাওয়া হয় না।
কফি ফুটে যায় সারাদিন, ঝুলবারান্দা থেকে নদী দেখি,
দেখি, তারার আলোয় মুড়ে আছে উপত্যকা…
আরামকেদারার আদরে, চোখ বুজি আবার।
যে পাহাড়, বাঁচিয়ে রেখেছিল আমার ফুরসত,
তাকে আজ ঘুম ছাড়া, কিছুই দেওয়ার নেই।