জলপটে যে ফুল
অনলকুসুম
তোমার নিভৃত নৃত্যের জোগানদার।
স্বপ্নকেশ বেণি বাঁধে
বাস্তবের,
এমন অন্ধকার স্মারকপত্র
মুদ্রিত গদ্যদেশে
কবিতাপাহাড়ে
বেঁচেবর্তে থাকা জারি রাখা।
গ্রামোফোনের গ্রাম থেকে
স্বপ্নদোষের শহরে
যেমন
নগ্ননীল
যেমন
মগ্নমীড়।
সুরের পল্লবে
ভেসে যেতে গিয়ে
কার খোঁপায় বাঁধা
আগুনের জোয়ারে
খাক হতে হতে
বুঝে নেব কাল
যা ঘটে থাকে
গোলাপের লাল অববাহিকায়,
তার কোনো শুমার হয়না
সংখ্যার দুনিয়ায়;
তবু কার আলো এসে লাগে
কালো শার্টের গায়ে!
অশ্রুর আশ্রমে
যা কিছু জমাখরচ
রঙিন কান্নার দুনিয়াদারি।
বলো,
আমার এমন আমিহীনতার
কোন অবদানকে
তুমি অস্বীকার করবে?