বিমল গুহ
করোনা আমাকে নেবে- নাও,
তোমার কুকীর্তি আমি লিখে যাচ্ছি বিস্তৃত-বিস্তর
হঠাৎ কীভাবে এসে চোখেমুখে
ধোঁয়ারকু-লি ছুঁড়ে আঁধার করেছো পৃথিবীকে!
এখানে কী বীরত্ব তোমার?
চোরাগোপ্তা পথে এসে অন্যের সা¤্রাজ্যে ঢুকে
পড়েছো হঠাৎ- কোনো কিছু বোঝার আগেই
ছড়িয়ে দিয়েছো বিষবাষ্প
জ্বালিয়েছো হিংসার অনল দিকে দিকে;
করোনা তোমার মুখে থুথু দেই- থু।
জেনে রেখো
কখনো মৃত্যুর কাছে হার-মানা শেখেনি মানুষ
মৃত্যুকে বুক পেতে নিতে জানে এরা,
বীরের ধর্ম নয় জোড়হাত অবনত শির
প্রতিরোধ যুদ্ধে এরা এখন সামিল!
আজ আমি পরিপূর্ণ বিবরণ লিখে যাই প্রজন্মের কাছে
আগামীর পৃথিবীর কাছে;
যারা একদিন তোমাদের কুকীর্তি পড়ে
ঘৃণায় ধিক্কারে তোমাদের মুখে ছুঁড়ে দেবে থুথু
গলা টিপে রক্তচোখ উপড়ে নিয়ে জানাবে ধিক্কার
তোমার চলার পথ সহজে রুদ্ধ করে
বুদ্ধির আয়ত্বে নেবে পৃথিবীর ভার;
-তখন এ বায়ুস্তর তোমাদের অপ্রবেশ্য হবে!
করোনা আমাকে নেবে- নাও,
জেনে রেখো
তোমার সরল পথ জীবনগঠন কৌশল- যা জেনেছি
একদিন তুলে দেবো প্রজন্মে হাতে
বিস্তর জানিয়ে যাবো- বিনা উস্কানিতে
কীভাবে ঢুকেছো এই পৃথিবীর বুকে লু-হাওয়ার মতো,
দিকে দিকে ছড়িয়ে দিয়েছো অপবায়ু
প্রাণঘাতী বিষ জনে জনে- আজ আমি
তোমার মাতাল-উল্লাস টুকে রাখছি দিস্তায় দিস্তায়!
জেনে রেখো
তোমার কিম্ভূত ছায়া আঁকা আছে ভূম-ল জুড়ে
যতই স্বরূপ বদলাও বারে বার
নিস্তার পাবে না কিছুতেই
আমাদের রক্ষীসেনারা ঠিকই চিনে নেবে তোমার আকার!
ভালোয়-ভালোয় যদি দূর হও- বেশ,
নচেৎ এ-অপকর্মের দায় নিতে হবে তোমাকে সেদিন
জেনে রেখো আজ- পৃথিবীতে এ তোমার শেষ আগমন;
নবীন প্রজন্ম ঠিকই একদিন জেনে যাবে সব
এই মেঘ নীলাকাশ সাক্ষ্য দেবে
জনে জনে বলে দেবে তোমাদের অপকৌশল
পৃথিবী দেখবে চেয়ে সৃষ্টিসেরা মানুষের কাছে
হে করোনা- তোমার কী হয় পরিণতি!
তোমার কুকীর্তি আমি লিখে যাচ্ছি বিস্তৃত-বিস্তর
হঠাৎ কীভাবে এসে চোখেমুখে
ধোঁয়ারকু-লি ছুঁড়ে আঁধার করেছো পৃথিবীকে!
এখানে কী বীরত্ব তোমার?
চোরাগোপ্তা পথে এসে অন্যের সা¤্রাজ্যে ঢুকে
পড়েছো হঠাৎ- কোনো কিছু বোঝার আগেই
ছড়িয়ে দিয়েছো বিষবাষ্প
জ্বালিয়েছো হিংসার অনল দিকে দিকে;
করোনা তোমার মুখে থুথু দেই- থু।
জেনে রেখো
কখনো মৃত্যুর কাছে হার-মানা শেখেনি মানুষ
মৃত্যুকে বুক পেতে নিতে জানে এরা,
বীরের ধর্ম নয় জোড়হাত অবনত শির
প্রতিরোধ যুদ্ধে এরা এখন সামিল!
আজ আমি পরিপূর্ণ বিবরণ লিখে যাই প্রজন্মের কাছে
আগামীর পৃথিবীর কাছে;
যারা একদিন তোমাদের কুকীর্তি পড়ে
ঘৃণায় ধিক্কারে তোমাদের মুখে ছুঁড়ে দেবে থুথু
গলা টিপে রক্তচোখ উপড়ে নিয়ে জানাবে ধিক্কার
তোমার চলার পথ সহজে রুদ্ধ করে
বুদ্ধির আয়ত্বে নেবে পৃথিবীর ভার;
-তখন এ বায়ুস্তর তোমাদের অপ্রবেশ্য হবে!
করোনা আমাকে নেবে- নাও,
জেনে রেখো
তোমার সরল পথ জীবনগঠন কৌশল- যা জেনেছি
একদিন তুলে দেবো প্রজন্মে হাতে
বিস্তর জানিয়ে যাবো- বিনা উস্কানিতে
কীভাবে ঢুকেছো এই পৃথিবীর বুকে লু-হাওয়ার মতো,
দিকে দিকে ছড়িয়ে দিয়েছো অপবায়ু
প্রাণঘাতী বিষ জনে জনে- আজ আমি
তোমার মাতাল-উল্লাস টুকে রাখছি দিস্তায় দিস্তায়!
জেনে রেখো
তোমার কিম্ভূত ছায়া আঁকা আছে ভূম-ল জুড়ে
যতই স্বরূপ বদলাও বারে বার
নিস্তার পাবে না কিছুতেই
আমাদের রক্ষীসেনারা ঠিকই চিনে নেবে তোমার আকার!
ভালোয়-ভালোয় যদি দূর হও- বেশ,
নচেৎ এ-অপকর্মের দায় নিতে হবে তোমাকে সেদিন
জেনে রেখো আজ- পৃথিবীতে এ তোমার শেষ আগমন;
নবীন প্রজন্ম ঠিকই একদিন জেনে যাবে সব
এই মেঘ নীলাকাশ সাক্ষ্য দেবে
জনে জনে বলে দেবে তোমাদের অপকৌশল
পৃথিবী দেখবে চেয়ে সৃষ্টিসেরা মানুষের কাছে
হে করোনা- তোমার কী হয় পরিণতি!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন