হয়তো

হয়তো
অঞ্জনা সাহা

হয়তো একদিন তোমার বোকা অভিমান
আত্মপ্রবঞ্চনার সমূহ অসুখ থেকে আমাকে মুক্তি দেবে;
নিজেই ছিন্ন করবে অবতামসিক প্রহরের ইন্দ্রজাল!
ঘাসে ঘাসে জমে থাকা চিরস্নিগ্ধ শিশিরের অনুরক্ত
বিন্দু বিন্দু নীল জল আর ভোরের নরম রৌদ্রস্নান
তোমাকে দেবে প্রার্থনার বৈভব, আতপ্ত আদর।
এনে দেবে শৈশবের ফেলে আসা
মহুয়ামদির কিছু মাতাল সৌরভ।
চারদিকের আবহ ঘিরে তুমুল উৎসবের ঘনঘটায়
অকস্মাৎ দ্রিমিকি দ্রিমিকি তালে মাদলের ছন্দে
মেঘ-বিদ্যুতের পাখোয়াজ
আর বৃষ্টিনূপুর একসঙ্গে গাইবে কোরাস…।
পেখম মেলে দিয়ে নাচবে প্রফুল্ল ময়ূর
হয়তো শ্যামের বাঁশি বেজে উঠবে
ব্যাকুল গভীর এক ভিন্ন রকম সুরে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *