আরণ্যক বসু
যা চেয়েছি সে তো হয়নি হয়নি আজও
তবু শালবন ঝরাপাতা হয়ে সাজো
দিনের শেষে যে রাত
হাতের অতলে হাত
শূন্যতা , তুমি ইমনে ইমনে বাজো
#
মহাকাশ, মোছো রিক্ত শাখার লজ্জা
মহাকাশ, মোছো…
#
যেটুকু চেয়েছি, না হয় নাইবা পেলাম
বনজোছনায় তবু তো ডুবতে এলাম!
মাটিতে জীবনানন্দে
অন্তর্লীন ছন্দে
এই একা আমি কোটিতে ছড়িয়ে গেলাম!
#
ভালোবাসা, মোছো রক্তপাতের লজ্জা
ভালোবাসা, মোছো…
#
যা পেয়েছি শুধু তাকেই ডাকবো মুকুলে
তোমার চিবুকে, ভরা জীবনের দুকূলে
একটা কলম-কাগজে
বুঝুক সবাই যা বোঝে
চুমু দিও শুধু শ্মশান চিতায় শুলে
#
নীলাকাশ, মোছো সব দীনতার লজ্জা
নীলাকাশ, মোছো ভীরু ম্লানতার লজ্জা
#
যা চেয়েছি, সে তো থেকে গেলো অধরায়!
তবু বনদেবী ফাল্গুন হতে চায়…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন