কিছুই চাই না আমি
শুধু একটা গাঢ় নীল পর্দা টানা ঘর
লাল রঙের একটি টেপ রেকর্ডার
যেখানে একসঙ্গে সবুজ হলুদ
আর নীলাভ সঙ্গীত বেজে উঠবে।
মধ্যাহ্নে গুঞ্জরণময় বৈদ্যুতিক পাখা থেকে
ঝরে পড়বে সোনালী বৃষ্টি
শিরায় বইতে থাকবে তীব্র স্রোত
রক্তগোলাপের
সমস্ত দরজা অপরূপ রহস্য নিয়ে
বন্ধ হয়ে যাবে।
আমার ভেতরে বেড়ে ওঠা
নিবিড় সুগন্ধগুলো
কোথাও পৌঁছবে নাকোনদিন।
কোমল বেগুনী রঙের বিছানায় লীন আমার সতততা নি:শব্দে থাকবে শুয়ে
জল যেমন জলের ভেতর আজীবন শুয়ে থাকে।