poem-jeevan-manei-we-pokar-dana

জীবন মানেই উঁই পোকার ডানা
আদিত্য নজরুল


ঘুঘু পাখিরা ডাকছে
শূন্য ভিটা-
সূযর্কে পশ্চিমে যেতে দেখে
রোদের দেমাগচূর্ণ
দুপুরের মাথার মুকুট হয়ে অহংকার ছড়াচ্ছে!

বাড়ির উত্তর থেকে-
পরামর্শ বুলিবার্তা আউড়িয়ে
হঠাৎ হঠাৎ ভেসে আসে
পাখিদের রাশভারি কণ্ঠস্বর!

হাঁসগুলো ডেকে ডেকে
বিলাপের ঋজু শব্দে
পুকুরের জলে নেমে যাচ্ছে।

ঘরের টিনের চালে
দাম্পত্যের সুনাম ছড়াতে
কবুতর ডেকে যাচ্ছে –
উপভোগ্য দৃশ্যে বাকবাকুম… বাকবাকুম…

কুটুমও ডেকে বলে যাচ্ছে
সঙ্কীর্ণতা ছেড়ে ছুড়ে
আয়োজন করতে সুখের মেজবান।

পাশাদানের তাড়ায়
ভরাকণ্ঠে
সেজকাকাও ডাকছে ঘরে আয়…
বাবা’র কবর পাশে বসে
সকলের ডাকই শুনতে পেলাম:

কিন্তু একটি বারও
হাঁটভাঙ্গা স্বরে বাবা আমাকে
ডেকে বললো না
বাবা’রে-জীবন মানেই উঁই পোকাদের ডানা!

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *