যখন হাঁটছি,
মাথার ওপর থাকে
দূরতরবর্তী মেঘ।
থামছি যখন,
নিঃশ্বাসের তপ্ত বাতাস, ঘাড়ে।
মেঘ তো মেঘ,
বরফের বিগলন শুরু, প্রায়।
এরপর, না হাঁটা, না থেমে থাকা,
থ-এর আর কীইবা করার থাকে
সন্দেহ
সন্দেহের গোপন উই
কাটল ধৈর্যের দাঁতে
ভেতর-বাড়ির বুড়ো
কাঠের করোটি।
আমাদের উভয়ের
নিজস্ব গোয়েন্দাদ্বয়
নিবিড় বীক্ষণে এতকাল,
খেলে ভালোবাসাবাসি, কেন?
পথ প্রায় শেষ, তাও
অনুসরণের ছায়া
পিছুই ছাড়ল না!
সমান্তরালে এই যে গেল
আধেক জীবন,
তোমার ছায়ার সাথে
আমার ছায়ার কোনো
সখ্যই হলো না!
আমরা কি বাসলাম তবে ?
বাঁচলাম, দুজনে একাকী ?
বন্ধুর ছদ্মবেশে চিরশত্রু দুই?