সৈয়দ হাসমত জালাল
কবিতার উৎসব-প্রাঙ্গণে বসে আছি অবেলায়
পাশে এক সোনার হরিণ
কস্তুরীগন্ধে ম-ম করছে চারপাশ
আমার না-লেখা পঙক্তিগুলির ভেতর
গড়িয়ে নামছে অঘ্রাণ-গোধূলির আলো
মর্মছেঁড়া স্বগত উচ্চারণ
একেই কি রক্তক্ষরণ বলে জেনেছি এতকাল!
আমাকে ডাকছে এক রোগা আনমনা নদী
চরে তার মৃত কাশফুল ঝরে পড়ে আছে
এক ক্ষুধাতুর ধূসরতা ক্রমশ ব্যাপ্ত হচ্ছে
মানচিত্র জুড়ে
অন্ধকারের কলহাস্য কাঁপিয়ে দিচ্ছে পায়ের তলার মাটি
আর আমি স্তব্ধ পাথর, বসে আছি কবিতার
উৎসব-প্রাঙ্গণে
পাশে এক সোনার হরিণ
কস্তুরীগন্ধে ম-ম করছে চারপাশ
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন