অমলধবল কিছু কথা বাকি থেকে গেছে,
হয়ে যাক!
নাহলে অসুখ ফুরোবে না।
গা বেয়ে কাঠপিঁপড়েরা চলবে , চলতে থাকবে,
তুমি,’কী বিরক্তিকর’, বলে,টুশকি মেরে ঝেড়ে ফেলে দিতে এলে,
দংশনে কেঁদে উঠব জোর!
বাকি আছে পদ্মফুল, নীলাকাশ,স্তুপমেঘ তবে!
বাকি রয়ে গেছে…
বাকি…
অন্ধকার, দেবীর ত্রিশূল।
শোনও, রুগ্ন সময় বেঁধে নিয়ে
তোমাকে ছাড়িয়ে দূরে চলে গেছি বেশ,
এয়ারপোর্টের দিকে, যেখানে কাশবন,
বৃষ্টিতে নুয়ে পড়ছে।
এই মন্দ দিনে,
দেবীপক্ষও নেই!
শুনতে পাও না ভালো, তাতে কী,
যেতে যেতে কর্ণকুহরে ঢেলে দিয়ে গেছি,
‘তুমি বিনা আর কারও প্রেমে পড়ব না,
আর, ফিরে আসব না।’
ভয় নেই,প্রেতিনীর মতো,
ভারী হাওয়া ভেঙে দিয়ে গেছি,
নাহলে মলিন ফুরোবে না