রেহান কৌশিক
তুমি খুব ভালো লেখ। তোমার কবিতা থেকে
ঝরে পড়ে ঝর্নাজল, পাহাড়ের দ্যুতি।
তুমি খুব ভালো লেখ। লেখার শরীরে জাগে
করবীরংয়ের ভোর, সন্ধের মাহফিলে
সৌখিন সেতার।
কবিতা কি এরকম ব্যক্তিগত খুব?
বিচ্ছিন্ন দ্বীপের মতো শূন্যে? নির্বাসনে?
কারা তবে বলে যাবে পথে-পথে সহস্র মানুষ
রাত্রি জাগে খিদের শিবিরে?
নগ্নপায়ে হেঁটে যায় ঈশানে-নৈর্ঋতে?
কারা এই সহ্যহীন-সত্য, মানুষের প্রগাঢ় দহন
লিখে যাবে ভূমির পৃষ্ঠায়?
আমি তো শুনেছি— ওই সেতারের ঝালার চেয়েও
সুখশ্রাবী মিছিলের ধ্বনি।
ব্যক্তিগত বিষাদের চেয়ে
কী গভীর অগ্নিপাতে ক্রমাগত গাঢ় হয়
অধিকার বুঝে নেওয়া জনতার ঢল।
তুমি খুব ভালো লেখ— এ-কথা নিশ্চয়।
তবুও কি একবার দাঁড়াবে রাস্তায়
শ্লোকের আবহ ভেঙে শ্লোগানের পাশে?
কবিতা তো শুধুমাত্র ব্যক্তিগত পাণ্ডুলিপি নয়।
জীবন ও সময়বিচ্ছিন্ন
কোনো এক এককের অলৌকিক দৈববাণী নয়।
যদি পার যেতে দাও, তোমার লেখাকে আজ মানুষের দিকে।
বেঁধে দাও ঘুঙুরের মতো
চলমান জনতার পায়ে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
মানুষের জন্য এমন ভালবাসার আন্তরিক উচ্চারণ রেহান ভাই ই করতে পারেন । নির্জনতা থেকে জনতার প্রাঙ্গনে এসে দ্বিধাহীনভাবে আহ্বান জানাতে পারেন মানুষকে রেহান ভাই ,তাঁকে আমার শ্রদ্ধা জানাই আর অকুন্ঠ ভালবাসা জানাই ।
খুব সুন্দর লিখেছেন।