poem-kutniti

কূটনীতি
শ্রীদর্শিনী চক্রবর্তী

যে ছায়া তোমাকে দ্যাখে, ফিরে ফিরে পিছু পিছু আসে
সে অতটা হিসেব মানেনি।
জলের উপরে মেঘ ভেসে আছে যেন হাতছানি –
প্রাচীন যুদ্ধরীতি মেনে দ্যাখো রয়েছে তফাতে।
স্পর্শ তো পুরোনো পন্থা, এখন প্রেম ও যুদ্ধ
না ছুঁয়েও সেরে ফেলা যায়।

আমার ভিতরে তুমি, তোমার ভিতরে আমি
না ছুঁয়েও যুদ্ধে রয়েছি।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-kutniti

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *