লক্ষ্মীর পা লক্ষ্মীর পা তাপস কুমার রায় একটা ফ্রক পড়া রোগা তামাটে মেয়ে রোদ মরে আসা সারাটা বিকেল ধরে একমনে লক্ষ্মীর পা এঁকে এঁকে ঘুম পরীদের দেশে গেলো ভেজা মুঠোয় যেমনকার উড়কি তেমন রইলো। আদিবাসী লক্ষ্মী সেই চালের গুড়ো ধরে আলতা মাখা ডগমগ পায়ে বেড়া পেরিয়ে আবছা সন্ধ্যার নিবিড় নদীতে ছলনার অবগাহনে নামলো সকালের ধান তখনও অলস উঠোনে ছড়ানো। একটা নতুন বাচঁতে শেখা তরুণ পেঁচা শেষ প্রহরে ইদুর না পেয়ে ছমছম ঠান্ডায় হতোদ্যমে ঢোলে আর দেখে মদালসা চাঁদের লজ্জাহীন আঁচল কেমন আদেখলেপনা করে ক্লান্ত ঘাসে। বাইরে শুকনো আপেলের ডালে কাঠবিড়ালি জিরোয় আর ভাবে – আজ বাদে কাল তুষার নামবে চিমনির আশেপাশে ইঁটের গতরে ঘুম খুঁজে নিতে হবে। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন