poem-mafaswal মফস্বল অরুণাভ রাহারায় দূরত্ব তার লেখার ভেতর রাখি ঠোঁটের কাছে বকুল ফুলের ঘ্রাণ গানের মতো একটি-দুটি তারা দূরে কোথাও ভাসায় সাম্পান আমি তখন মাঠের পাশে দাঁড়াই তোমায় কথা ভীষণ মনে পড়ে পাহাড় থেকে ঘুড়ির কাছে যাবই শহর মাপি ধু-ধু বালির চরে! তুমি তো বেশ নীরব হয়েই থাকো আমিও থাকি সুদূর মফস্বলে সময় যায়… খমক বেজে ওঠে ঘড়ির কাঁটা অনেক কথা বলে বলে বিষাদ, নিষাদ ছোটে পিছে হিসেব কিছু ভুলের খাতায় যাক চোখের জল খোয়াই হয়ে নামে বন্দি খামে এসব লেখা থাক! এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন