poem-maree

মারী
যশোধরা রায়চৌধুরী


কান্নার ভেতর দিয়ে কে তোমাকে দেখিয়েছে বিশ্বরূপ? – মারী।
সংকীর্ণ স্বার্থের দ্বন্দ্বে আরো বেশি ধন্ধ এনে কে পুরেছে অন্ধকূপে? – মারী
রোজ ভয়ে মরতে মরতে মৃত্যু অভ্যাস হল কার গর্তে? – মারী
নিজেকে বাঁচাব, ভেবে অপরকে ঠেলে ফেলা , কোন শর্তে? – মারী
মৃত্যুই প্রচ্ছদে ছাপা, দুর্বলতা লেখা আছে পাতায় পাতায় কোন বৎসরের? – মারী
কখন সামান্য ভোর, সূর্যাস্ত ম্লান তবু তাই যেন আলো দেয় উৎসবের? – মারী
সমস্ত শ্বাসের কেন্দ্রে ছটফটায় বদ্ধপ্রাণ – দেখতে পাই প্রচ্ছায়াটি তারই
শুধু যেন কাতরতা নিঃস্বতার এ সময় অভয়ে পেরিয়ে যেতে পারি।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *