poem-maree মারী যশোধরা রায়চৌধুরী কান্নার ভেতর দিয়ে কে তোমাকে দেখিয়েছে বিশ্বরূপ? – মারী। সংকীর্ণ স্বার্থের দ্বন্দ্বে আরো বেশি ধন্ধ এনে কে পুরেছে অন্ধকূপে? – মারী রোজ ভয়ে মরতে মরতে মৃত্যু অভ্যাস হল কার গর্তে? – মারী নিজেকে বাঁচাব, ভেবে অপরকে ঠেলে ফেলা , কোন শর্তে? – মারী মৃত্যুই প্রচ্ছদে ছাপা, দুর্বলতা লেখা আছে পাতায় পাতায় কোন বৎসরের? – মারী কখন সামান্য ভোর, সূর্যাস্ত ম্লান তবু তাই যেন আলো দেয় উৎসবের? – মারী সমস্ত শ্বাসের কেন্দ্রে ছটফটায় বদ্ধপ্রাণ – দেখতে পাই প্রচ্ছায়াটি তারই শুধু যেন কাতরতা নিঃস্বতার এ সময় অভয়ে পেরিয়ে যেতে পারি। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন