মায়া

মায়া
তামান্না জেসমিন

ঝর্ণা হয়ে ভেঙে-ভেঙে গেছি, গড়িয়ে পড়েছি তোমাতে
চব্বিশ ক্যারেটে জমাট থেকেও গলে-গলে
যাই ভয়াল আগুনে।

ছোবলে-ছোবলে বিষ মাখা প্রাণ তবু বেঁচে উঠি মন্ত্র আদরে
মায়া-মায়া প্রেম ছোঁয়াচে অসুখে আবারো হারাই আশার আলোতে।

কখন যেনো ডাক দিয়েছিলে সন্ধ্যা-সন্ধ্যা ছায়াতে
ক্লান্ত হৃদয়ে অবুঝ কথারা নিত্যনতুন যতনে
লুকিয়ে- বাঁচিয়ে রাখা ঘরটাতে ডুবে-ডুবে যাই বর্ষাতে।

দুরের বুকে ছলাত -ছলাত ভিন্ গ্রহে একাকী
দিন -রাত্রির মেলামেশা
কথোপকথন বেপরোয়া মন খুনসুটি
প্রেম-প্রেম মায়া জড়িয়ে পড়েছি শপথে।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “মায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *