poem-meyeder-din মেয়েদের দিন সুবোধ সরকার ককপিটে যেমন বসি, এই হাতে চুড়িও পরি মাঠে মাঠে খরার আগে, জল এনে কলসি ভরি। জল এনে দেবার লোক, বেশি নেই এ সংসারে মেয়েরাই পাতাকুড়োনি, দুঃখকে কুড়োতে পারে। ঘরে করি লড়াই রাতে, আদালতে লড়াই দিনে বাড়ি ফিরি বাবার কাছে, বাবাদের ওষুধ কিনে। ভুল করে তাড়াহুড়োয়, এক কানে দুল পরেছি আর ভুল করব না গো, মার খেয়ে ভুল করেছি। আছি বেশ নিজের মতো, ফ্ল্যাট কিনে হাইরাইজে চোখে যদি জল না থাকে, বৃষ্টিতে কী হবে ভিজে? ককপিটে যেমন বসি, এক আকাশ শাসন করি নদী থেকে সিন্ধু থেকে জল এনে কলসি ভরি। আমরাই অরুন্ধতী আমরাই কৃষ্ণকলি আমাদের স্বপ্ন আছে, দেখা হবে আজকে চলি। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
ভারি সুন্দর লিখেছেন কবি।
সুবোধ সরকার, অপূর্ব কবিতা আপনার !
সমাজে নারীর চালচিত্র, চমৎকার কবিতা। পড়ে ভালো লাগলো।
মন ভাল হয়ে যাওয়ার কবিতা।