poem-miscarriage

মিসক্যারেজ
ঋজুরেখ চক্রবর্তী


আকাশ জুড়ে ঘন কালো মেঘ ঘনিয়ে আসার পর ঝিরঝিরে একপশলা বৃষ্টি হয়ে সব পরিষ্কার হয়ে গেলেই এখন আর চেনা কোনও অপমৃত্যুর অনুষঙ্গ মনে আসে না তোমার।

একটার পর একটা স্বাভাবিক আর অস্বাভাবিক মৃত্যু পেরিয়ে আসতে আসতে এবং স্বাভাবিক আর অস্বাভাবিক মৃত্যুর আলাদা আলাদা রহস্যগুলোকে চিহ্নিত করতে করতে এতদূর এসে আজ আর তুমি কোনও কিছুতেই ব্যথিত হও না সহজে কারণ এতদিনে তোমার জানা হয়ে গেছে যে প্রতিটি মৃত্যুর কাছে আমরা আমাদের অর্জিত অভ্যাসগুলি একটি-দুটি করে ফেলে রেখে আসি। আমাদের স্মৃতিচারণের অভ্যাস। আমাদের শোকপ্রকাশের অভ্যাস। আমাদের বিষণ্ণতার অভ্যাস। আর তুমি তো একথাও জেনেছ যে এই আমাদের ফেলে রেখে আসা অভ্যাসগুলি কালক্রমে পুনর্বার ফিরে পাওয়ারই আরেক নাম আমাদের স্বাভাবিকতায় ফেরা, আমরা যাকে গ্রহণ করেছি আরও বেশি সহজ স্বাভাবিকতায় আর আরও বেশি স্বচ্ছন্দ অভ্যাসে আর আরও বেশি কল্পিত অর্জনে।

তাই যদি হবে, এতটাই সত্যি যদি হবে, এতটাই এতদূর সত্যি যদি হবে, তাহলে আজ স্রেফ এক ভারী বর্ষার প্রতিশ্রুতি মিসক্যারেজের মতো ব্যর্থ হয়ে যেতেই মৃত্যু বিষয়ক এই বিস্তৃত সন্দর্ভ তুমি সৃজন করে ফেলতে পারলে কোন নির্মাণের ফাঁকিতে?

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *