রুদ্রশংকর
আজকাল অতীতের দিকে হাঁটলে
মস্তিষ্কে পারভেজ চাচার স্মৃতি, তামান্নার স্মৃতি ঘুরপাক খায়
সেই কলেজ জীবনে বন্ধুদের বলতাম
তামান্নার মতো মেয়ে নেই, জলের মতো জীবন নেই
এই জীবন থেকেই নিটোল এক ভালোবাসা মাখতে গিয়ে
শীতকালে তামান্নার সঙ্গে পরিচয়
তারপর পরিচয় হয় পারভেজ চাচার সঙ্গে
ধর্মপ্রাণ চাচা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে
মৃত আবু লাহাবের ধ্বংস কামনা করতেন
আমি কোন এক প্রাচীন শহরে
তখন সৃষ্টির মনের কথা ভাবতে গিয়ে
কখনো ব্রহ্মা, কখনো বুম্বা দেবতার পুজো করতাম
আমাদের বিশ্বাস যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে প্রচার
মাঝেমধ্যে মারামারি হয়
মাঝেমধ্যে তর্কের ঢেউ এসে চুমু দেয়
আমরা ঢেউয়ের মধ্যে হাঁটি
যা চিন্তা করি, সেসব অন্যের মাথা থেকে আসে
আমাদের চোখের সামনে
শান্তি চাই…শান্তি চাই…বলতে বলতে
মহাজিজ্ঞাসায় ঘুমিয়ে পড়ে পৃথিবী।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন