poem-moner-sanko

মনের সাঁকো
দেবব্রত দত্ত

তোমার সঙ্গে         শ্বাস-তরঙ্গে
ও রাঙা মেঘ         একটু আবেগ
পাতার মতো         আধো নত
জড়ানো চুল         নম্র আঙ্গুল
হীরের মতন         তোমার কাঁপন
ভেজা চুলে         একটু ছুঁলে
গোপন বারুদ         ঘন বুদবুদ
আগুন জ্বলে         ছলাৎ-জলে
গভীর খাদে         সাঁতার কাটে
মনের সাঁকো         সঙ্গে থাকো
বছর ধরে         আপন করে
এ বিশ্বাসে         আমার পাশে
উড়তে উড়তে         এই মুহূর্তে

উড়তে উড়তে         শেষ মুহূর্তে…

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *