অমিত চক্রবর্তী
আজ তোমাকে এক আশ্চর্য সভ্যতা দেখাব, সমাপিকা,
খানিকটা ভেসে খানিকটা ডুবে তার পরিধি,
সামনাসামনি দেখলে গগনচুম্বী ইমারত
অতলে কিন্তু কচি ডাবের শাঁস
হারিয়ে যাওয়া অ্যাটলান্টিসের মতন
নরমসরম গাথা, ব্রজাঙ্গনা কাব্য।
নিউরন কিভাবে স্মৃতি ধরে রাখে তোমার ভাল কেউ জানেনা,
কত বইটই, পেপার লিখেছ এই নিয়ে
আজ দেখাব তার জীবন্ত ল্যাব।
যেমন ধর এই যে ফ্ল্যাট বাড়িটা
গমগম করছে লোক যাতায়াতে
তার গভীরে, অনেক নটিক্যাল মাইল নীচে
আছে এক বিষণ্ণ পুকুর, কেড়ে রেখেছে ক্যাম্বিশ বল
পানাটানা দিয়ে সম্মোহন করে।
গৌতম আর আমি কত হাতড়েও সেবার কাঁদোকাঁদো, হালছাড়া।
ওরই পাশে চালতাতলায় তোমার মা একবার
গালে ঠোনামেরে, এই ভালোছেলে, আমায় ভাললাগে তোর,
আর আমি সলজ্জ ঘাড়নাড়া, মাথানীচু।
পরে আমি পিছিয়ে পড়ি ভালছেলে খেলায়, তাই আরো
ভালছেলে খুঁজে শান্তি পেয়েছিল বোধহয়।
নিউরন কিভাবে স্মৃতি ধরে রাখে তোমার ভাল কেউ জানেনা,
সমাপিকা,
কত বইটই, পেপার লিখেছ এই নিয়ে
আজ দেখাব তার জীবন্ত ল্যাব, শোনাবো তোমার মায়ের গল্প,
প্রথম জন্মের ।
গলা ধরে এলে একটূ অপেক্ষা কোরো, সামলে নেব ঠিক।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন