পুষ্পিতা চট্টোপাধ্যায়
মেকাপ বক্স হাতে আজকাল
আয়নার সামনে দাঁড়াই
নিজেকে দেখি নিজেকে বোঝাই
“বয়স একটা সংখ্যা মাত্র”
মনে মনে আওড়িয়ে
আমি এখনো সেই আমড়া গাছের ডাল ধরে
ঝুলতে থাকা সেদিনের কিশোরীটি
ভেবে উল্লাসে মেতে উঠি
আয়নায় খলবলিয়ে কথা বলি
উদ্দাম যুবতীর মতো
চোখের নিচের ভাঁজে
আর একটু চড়া রঙে
নিজেকে নিখুঁত সাজাই
তবুও বুকের ভেতর
ধোঁয়া ধোঁয়া ঘন কুয়াশা
শীতের ভোর আর সন্ধ্যার
সঙ্গে মিশে যায়
বুঝতে পারি না কখন
কিভাবে সংখ্যাগুলো
অতিক্রম করে এসেছে বোন,
দিদি সম্বোধনের সোনালি পথ
এখন কেউ কেউ ‘আন্টি’ নামে ডাকলে
বুকের ভেতর নির্জন গোধূলির অন্ধকার নামে
পিছনে সোনাঝরা অতীত
তারার মতো জ্বলজ্বল করে
সামনে অমোঘ রাত্রি হাতছানি দেয়।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন