নিভৃত আলোর শিল্পী

নিভৃত আলোর শিল্পী
শ্যামশ্রী রায় কর্মকার

রোদ কারও বশংবদ নয়, মেঘ কিম্বা বায়ু
ছেলেটি রোদের মতো হেঁটে এল, অনন্তের ঝুলি
কাঁধ থেকে খুলে নিয়ে বসল ভাঙা পোর্চের ওপরে
লণ্ঠনের আলো পড়ে গলিপথে ফুটে ওঠা নীলাভ যন্ত্রণা
ঘিঞ্জি পাঁচিলের শ্বাসরুদ্ধকর হাত
আজন্মকাল ধরে এইসব দৃশ্য দেখে দেখে
তার দৃষ্টি হয়ে উঠেছে আণুবীক্ষণিক
দৈনিক কলহ-গান , বাসনপত্র ছোঁড়াছুড়ি
তার দুকানে বাজতে থাকা উইন্ডচাইম
ছবি শুরু করতে হলে
শুরু করে ফেলা যায় ক্যানভাসের মধ্যবিন্দু থেকে
যে কোনো বিপ্লবও
ছেলেটিও উদ্ধত প্যালেট হাতে নিয়ে
বিষণ্ণ শহরের জীর্ণতম ঘরবারান্দায়
এক টানে এঁকে দিল নিভৃত আলোর কিউবিকল
ক্ষুধার্ত শিশুর ঘরে খাদ্যের সুস্বাদ গন্ধ
বেকারত্বের হাতে চাকরির চিঠি
স্তব্ধতার টিউব খুলে লেপে দিল অশান্ত জানলা
দুঃখের জলাভূমিতে সযত্নে আঁকল একটি বসন্ত রঙের ঘাসফড়িং
সৃষ্টির মাহেন্দ্রক্ষণে সে ছাড়া ঈশ্বর কেউ নেই
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

2 thoughts on “নিভৃত আলোর শিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *