আমার বংশতালিকা হলো
সভ্যতার ধ্বংস আর নির্মাণের ক্রমইতিহাস
তত্ত্বের পাশে তত্ত্ব দেখেছি
প্রজ্ঞার পাশে প্রজ্ঞা দেখেছি
দেখেছি ক্ষমতা প্রিয় মানুষের অতিধূর্ত চোখ
ছদ্ম অশ্রু, ভয়াবহ চালাকরি সন্ধিপত্রগুলো
কোন জাদুসিদ্ধিবলে জাদুঘরে স্থান পেয়ে যায়!
আমার অসংখ্য কূলে কান্নাস্তুপ, হাসির আওয়াজ
তোমাদের হাতে
ঝাঁ-চকচকে তীক্ষ্ণ করা তলোয়ার আছে
লোভে ক্রোধে যখন ইচ্ছা কোপাতে পারো
আমার তো বহমান জলের শরীর
সত্যটি বোঝ না কেন! কোটি কোপে খণ্ডতি হয় না কোনো জল!!