poem-nongar-poreche-vorey নোঙর পড়েছে ভোরে রনি অধিকারী বেদনার বালুচরে ফেলে আসা দিনগুলি যদি নিঝুম মায়াবী রাতে শূন্যমনে দুঃস্থদেহ নিয়ে একাকী সাঁতার কাটি ত’বে হোক কৃষ্ণপক্ষ রাত! বুকের গভীরে সব কষ্টগুলো ডানা ঝাঁপটায়… নিঃশব্দ শোকের ঘ্রাণ সৌরভ বদলে তুলে আনি জীবন পঞ্জিকা থেকে খুঁজি জোনাকির নিরবধি। নিষিদ্ধ পাতার ছায়া ছুঁয়ে ছুঁয়ে যায় অহর্নিশ… একবার ছুঁয়েছিলো বহুগামী মেঘের শরীর শরীরের ভাঁজ খুলে চলে যায় অজানা দিগন্তে। মাথার ভিতরে চোখ আলোর ফুলকি বেয়ে চলে… গুচ্ছ গুচ্ছ অন্ধকারে বৃষ্টিতে বিলীন হ’বে সব। লুকিয়ে পড়েছে আলো ঢেকে যাচ্ছে গভীর কুয়াশা… ছিঁড়ে যাচ্ছে সতীচ্ছেদ অন্ধকার অক্টোপাসে যতো। নোঙর পড়েছে ভোরে এবার গহীন নিরুদ্দেশে… উড়ে যাবে বৃক্ষ-লতা, নদী-হ্রদ সব সব সব। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন