ভালোবাসার কথা কেউ বোলো না।
আমি যতই ভালোবাসায় সাজিয়ে দিই,
রংবেরঙের সময় নুড়ি যত্ম আত্তির
চাদরে মুড়ে উষ্ণতা ছড়াই তোমার দিকে,
তোমাদের দিকে!
বুঝি না যে তুমি বা তোমরা ভালোবাসার
রকমারি মুখোশ পরে আমার কাছে
প্রতিদিন বাণিজ্যে আসো।
সওদা শেষে নিজেদের মধ্যে হাসাহাসি করো কে সবচেয়ে লাভবান ক্রেতা তা ভেবে!
তোমাদের লাভক্ষতির হিসেব আমায়
শীতল করে রোজ।
তবুও, তবুও ভুল সময়ে ভুলে থাকি ভুল
ভালোবাসার জালে।
অথচ আমি জানি, একটু ঢিল পড়লেই
হিংস্র নখ, দাঁত জাল ছিঁড়ে বেরিয়ে পড়বে।
মুখোশগুলো গলে গেলে ভয়ঙ্কর দৃশ্যাবলী
সামনে তো আসবেই বলো?
পোড়া শহরে অ্যাসিড বৃষ্টি বেশ জোরালো…
অভিঘাত উল্টোমুখী হলে ফলাফল জানতে বড় ইচ্ছে হয়।