হৃদয় কেটে অনুভবের শব্দ আঁকো যদি
আবেগকে দেখাও অবাক আলো,
যুদ্ধের দামামা হোক শুরু
ফিরে এসো যুদ্ধ শেষে
সময়ের কালো যতোই জমুক
অনেক ভেবেছি আর
খুঁড়ে গেছি নিষিদ্ধ গুহা
কেটেছি নিষ্প্রাণ পাথরের ধার,
প্রিয়তমা শুরু হোক
আলোর সকাল
দুপুর কাঁদুক কল্যাণ যাদুতে
তোমার ভেতর এখনো যতোটা প্রাণ বাকি
বাতাবি লেবুর ফুলে
মিশিয়ে নিও চেনা সুখ,
এখন অনেক অসুখ নদী আর নাব্যতায়
তবুও কার যেন ঘর ভেঙ্গে যায়
থাক, দূরেই থাকো
আরো দূরে যাক অচেনা স্বপ্নের স্বাদ
তীর্যক দৃষ্টির শর্ত
আর অচেনা শপথ
ভেতর ভিজছে ভিজুক
অপেক্ষায় আঁকো পথ
আবার দেখা হলে আমাদের
আবেশিত ঘোর
কল্পনার ঘর
এটুকুই হোক আজ আশার বুকে
জেগে থাকা চর।