অনুরাগ
রিমি দে
উল্লাস এসে মাটি খুঁড়ে খেয়ে নেয় গোপন পলাশ
কিংকর্তব্যবিমূঢ় আমি….
না ঘরকা না ঘাটকা এরকম ভাবতে ভাবতে
দেখি প্রবল ঝড়ের মাঝে একা পড়ে আছি দিগন্তের কাছে
বৈশাখ আসবে বলে চৈত্র তার তুমুল আগল খুলেছে
ফুল থেকে ফল
ফল থেকে বীজ পড়ে আমার মাটিতে
উড়ে যায় কুচি ও কোলআঁচল
চিবুকে গুচ্ছ গুচ্ছ চুল বিহ্বল
এমন গলন দেখে বাঘ জেগে ওঠে শরীরের ভেতর
বুকের ভেতর জঙ্গলের সমাহার
ঝোড়ো হাওয়া হয়ে আমিও অন্ধকার ঢেলে দেই
পলাশের ঠোঁটের আতরে
ঝড় পিছু ছাড়ে না
ঘরের দেওয়ালে পিঠ সেঁটে যায়
আমি আগুনের প্রেমে মত্ত থাকি আরও
পরাগ
এক পা এগোলেই তিন পা পিছিয়ে দেয় পথ!
পথ নয়, যেন নদীর কিনারা ছুঁয়ে ছুঁয়ে চলা
প্রতিটি বাঁকের কাছে আমার গভীরের বাঁকে বাঁকে
সখ্য করি কুলু কুলু স্রোত
বয়ে চলি ধীরে ধীরে কোনও এক অসীম
কেউ যেন লক্ষ করে আমায়
যেন কেউ ডিঙি বেয়ে সঙ্গ করে
চোখ কেঁপে মনের ভিতরে অস্থির অস্থির
কোথাও কি যাবার কথা
কেউ কি বারবার আটকে দিয়ে
আগলে রাখছে পথ
যেন কোন গন্তব্য নেই
যেন শুধু নদীর বাইরে থেকে স্রোতের অন্তরে বয়ে যাওয়া…..
রিমি দে
উল্লাস এসে মাটি খুঁড়ে খেয়ে নেয় গোপন পলাশ
কিংকর্তব্যবিমূঢ় আমি….
না ঘরকা না ঘাটকা এরকম ভাবতে ভাবতে
দেখি প্রবল ঝড়ের মাঝে একা পড়ে আছি দিগন্তের কাছে
বৈশাখ আসবে বলে চৈত্র তার তুমুল আগল খুলেছে
ফুল থেকে ফল
ফল থেকে বীজ পড়ে আমার মাটিতে
উড়ে যায় কুচি ও কোলআঁচল
চিবুকে গুচ্ছ গুচ্ছ চুল বিহ্বল
এমন গলন দেখে বাঘ জেগে ওঠে শরীরের ভেতর
বুকের ভেতর জঙ্গলের সমাহার
ঝোড়ো হাওয়া হয়ে আমিও অন্ধকার ঢেলে দেই
পলাশের ঠোঁটের আতরে
ঝড় পিছু ছাড়ে না
ঘরের দেওয়ালে পিঠ সেঁটে যায়
আমি আগুনের প্রেমে মত্ত থাকি আরও
পরাগ
এক পা এগোলেই তিন পা পিছিয়ে দেয় পথ!
পথ নয়, যেন নদীর কিনারা ছুঁয়ে ছুঁয়ে চলা
প্রতিটি বাঁকের কাছে আমার গভীরের বাঁকে বাঁকে
সখ্য করি কুলু কুলু স্রোত
বয়ে চলি ধীরে ধীরে কোনও এক অসীম
কেউ যেন লক্ষ করে আমায়
যেন কেউ ডিঙি বেয়ে সঙ্গ করে
চোখ কেঁপে মনের ভিতরে অস্থির অস্থির
কোথাও কি যাবার কথা
কেউ কি বারবার আটকে দিয়ে
আগলে রাখছে পথ
যেন কোন গন্তব্য নেই
যেন শুধু নদীর বাইরে থেকে স্রোতের অন্তরে বয়ে যাওয়া…..
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
বাহ্, খুব সুন্দর!