অরফিউসের পিছন ফেরা অরফিউসের পিছন ফেরা বদরুজ্জামান আলমগীর কোথা থেকে কোন গর্তের তলদেশ ফুঁড়ে আসে অরিসতিয়ুস কাঁটাবনে এক দৈত্য হয়ে ত্রাসে। ধাওয়া করে ইউরিডিসে জংলা বনেরই ধার তাড়া খেয়ে পালায় বালা বিদিশায় আকসার। মাড়িয়ে দিয়ে সাপের মাথা শিউরে ছোটে ভয়ে সাপের বিষে নীল ইউরি পিপাসার সঞ্চয়ে। না ছেড়ে আশা অর্ফিয়ুস ছোটে হাডেসের কাছে বাঁশিতে বাজায় মন আচেরন পতিত সুরের নাচে। সুরের পরাগে আকুল মহিমা হাডেসের মন দোলে হাডেস বলে ঠিক আছে তুমি ইউরিকে নাও তোলে। ইউরিডিস তো পাতাল ছেড়ে তোমার পিছন যাবে পিছু ফিরো না- সাবধান করি অভিসম্পাত পাবে। অরফিয়ুস হা পণ ভুলে যায়, দেখে পিছন ফিরে ইউরিডিস যে পিছনে ছিল শূন্যে মিলায় ধীরে। ইউরিডিস রয় আশা নিরাশায় বাঁশির সুরে বাঁচে অরফিউস হারে অরফিউসের শিহরণের কাছে।। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন