ইদানীং দুচোখে মাখি নিজস্ব নির্জনতা
চেয়ে থাকি সুদূরের দিকে
ব্যস্ত শহরে আমার সুবিস্তৃত দিন
কুরুশকাঁটায় বোনে
দীর্ঘ অলস সময়,
ঘুমের পালঙ্কে জাগে
আমার বিষণ্ণ রাত আর তোমার
হাতে হাত রাখার লোভাতুর একটা ছোট্ট ইচ্ছে,
মনপরিধিতে অতিন্দ্রীয় অনুভূতির রেশ!
অস্থির বোধের চারপাশে বাজে
প্রকৃত ভালবাসার শিস!
আমার নির্বাসিত জীবনে ক্ষয়িষ্ণু যা কিছু
আড়াল আবডাল ভেঙে হঠাৎ থমকে যায়!
যত প্রেম অপ্রেম,বিদ্বেষ বিরহ, প্রবঞ্চনার ঢেউ
গায়ে লেপ্টে থাকা ক্ষতচিহ্নের নীল ইতিহাস
সন্ধ্যে তারার মত ঢাকা পড়ে
অপলক সেই মোহসুরের আলোয় …