পাখিদের দেশে মনখারাপ
কেউ শুনেছে কখনো?
কিন্তু পাখিরাও ঝগড়া করে
মারামারি করে–
তবু ওদের কখনো
মনখারাপ হয় না,
পশু বা পতঙ্গরাও তাই–
ওদের লড়াই আছে
ব্যর্থতা আছে
মনখারাপ নেই,
ওদের আনন্দ আছে
আকাশে ওড়ার,
ধুলো মাখার,
জলে নামার,
কিন্তু বারণও নেই
আর দুঃখও না।
ওরা ভালোবাসে
তবে ঘরের দাবী নেই,
নেই ভাঙার যন্ত্রনা,
নেই অনেক চাওয়ার বিক্ষোভ,
বা সুখ চরিতার্থ করার আশা-
নেই অপরাধবোধ,
না-পাওয়ার ব্যথা
বা হারিয়ে ফেলার ভয়,
প্রকৃতির নিয়মে
আছে শুধু আনন্দে
শিস্ দিয়ে গাওয়া
জল হাওয়ার গান,
পৃথিবীতে কেবল মানুষই
পড়তে শেখেনা সেই
আনন্দে বাঁচার অভিধান।