poem-palte-jabar-katha-chilo-na পাল্টে যাবার কথা ছিল না কৌশিক চক্রবর্ত্তী শামুকের মতো নিজেকে লুকোবার চেষ্টা করলাম গিরগিটির মতো বদলানোর চেষ্টা করলাম শরীরের রং পরিবর্তে পেলাম শ্যাওলা পাঁচিল… কাগজের মতো বারবার চেষ্টা করলাম অক্ষর সাজাতে চোখের কাছে ধরে দেখলাম প্রতিটা যতিচিহ্নের আসল চেহারা পরিবর্তে হাতে এলো আপোষের চিঠি… মানুষের মতো চেষ্টা করলাম বিভেদ বাড়াতে দক্ষিণ বারান্দার রোদে রেখে এলাম এযাবৎ দেখা সমস্ত অন্ধকার ঘর পরিবর্তে ভেসে এলো আপাদমস্তক দগ্ধ শরীর- আসলে কারোরই কখনও পাল্টে যাবার কথা ছিল না… এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন