poem-poddo-dighi

পদ্যদিঘি
তপন বন্দ্যোপাধ্যায়



কবিই শুধু কবিতা লেখে! পাহাড় দেখবে চলো
নেমে আসছে ঝরনাধারা শরীরে কি ছন্দ
পাথর ভেঙে নামছে ফেনিল শব্দ চ্ছলোচ্ছলো
এক বিকেলে কুড়িয়ে পেলাম কবিতার আনন্দ।


একা-একা গা এলিয়ে বিশ্রামে রয়েছে পুকুর
হাঁস ও হাঁসিনী এসে জলকেলি করে ইতস্তত
চারপাশে সবুজেরা চেয়ে আছে স্বপ্নমেদুর
কিনারে গুচ্ছফুল দেখে যাচ্ছে ঈশ্বরের মতো।


কুয়াশা রেখেছে পা নদীস্তরে– ছায়া তার জলে
তারও কি ইচ্ছে করে স্নান করে পরিশুদ্ধ হবে!
মাপছে গভীর কত, ঠাণ্ডা কি না জল টলটলে!
কুয়াশার ধন্দ দেখে জল হেসে ওঠে কলরবে।


দিগন্তে ডুববে বলে সূর্য ক্রমে হল বিন্দুবৎ
লাফিয়ে নামার আগে সমুদ্দুরে দেখে নেয় ছবি
অগ্নিবিন্দু নামে দেখে সব্বাই করে দেয় পথ
দৃশ্যটি লিখবে বলে প্রস্তুতি নিচ্ছে এক কবি।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-poddo-dighi

  1. অসাধারণ। বিশেষ করে শেষ লাইনটা আরও বেশি মন কেড়ে নিল। শ্রদ্ধা জানবেন কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *