poem-porbot-jodiba-deke-jay

পর্বত যদিবা ডেকে যায়
কামরুল হাসান


পর্বত যদিবা ডেকে যায়, শিশুরা প্রশ্নময় তাকিয়ে রয়েছে।
সে সকল নিষ্পাপ মুখের উপর দরজা বন্ধ করে,
          স্নেহভূমি পশ্চাতে ফেলে–
যেতে তো পারি না, অর্থকরী প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছি।

একদিন নির্ভয়ে কত যে দিয়েছি পাড়ি, আজ অস্তাচলের গাড়ি
এখন সাহস বড় কমে গেছে, এখন সংশয় অবনতসারি
একাকী চলৎশক্তি আজ দ্বিধাময়, বিদ্যুতের গতির অজর
যেখানে সুশোভিত টানটান রয়েছে প্রান্তর,
           উল্টোরথের সাথে নিপতিত ঘুমে
সেখানে তরুণপ্রাণ ছুটে যাবে, আমি গ্যালারীর দর্শক।

প্রান্তর যদিবা স্বপ্নময়, শিশুরা কৌতুহলে তাকিয়ে রয়েছে …
সে সকল বয়স্ক প্রাণের কাছে হৃদয়ের জানালা খুলে দিয়ে,
           পূণ্যতীর্থ সম্মুখে তুলে রেখে–
যেতে তো পারি না, পুনর্জীবনের সম্ভাবনা মুড়িয়ে রেখেছি।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *