এ অশ্রুজল যদি শোকের নিরাময়
মধুক্ষরা উপত্যকা থেকে রাতে
বৃষ্টিফোঁটা চুঁয়ে চুঁয়ে নামে
কখনও যাইনি তার নিকোনো উঠোনে
তকতকে ঘরদোর, পরিধান রোদে লেগে
উষ্ণতা দিয়েছে বহু, রক্ত মাংস হৃদয় পাঁজরে
যে চোখে বিষাদ-বিস্ময় মৃদু মিলেমিশে থাকে
চিরকাল তাকে যদি খোলা-বন্ধ করাটাই রীতি
কেন দূর শ্যামলিমা থেকে পেড়ে আনি
যেন ফল পাতার আড়ালে
যেন মেঘ পাহাড়ে বিলীন
তুলে আনি, খুঁজে আনি
যার চোখ, তাকে দেবো বলে